Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ.কোরিয়া নিরস্ত্রীকরণে প্রতিশ্রæতিবদ্ধ : দক্ষিণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিয়ং-ওহা বলেছেন, উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে ‘সুস্পষ্ট প্রতিশ্রæতি’ প্রদর্শন করেছে। পিয়ংইয়ংকে তার পরমাণু অস্ত্র সম্পূর্ণ ধ্বংস করে ফেলার জন্য যখন আমেরিকা চাপ প্রয়োগ করছে তখন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন। পরমাণু অস্ত্রমুক্ত করতে নিজের প্রতিশ্রæতি ব্যক্ত করেছে এবং আমাদের উচিত তাদেরকে এই প্রতিশ্রæতি পালনে উৎসাহিত করা। তবে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী একথা বললেও মার্কিন গোয়েন্দা প্রধান ড্যান কোটস একইদিন বলেছেন, এক বছরের মধ্যে উত্তর কোরিয়া নিজের পরমাণু অস্ত্র ধ্বংস করবে বলে মনে হয় না। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্ক সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। ওই বৈঠকে পম্পেও পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে উত্তর কোরিয়ার ওপর চাপ বাজয় রাখতে নিরাপত্তা পরিষদের প্রতি আহŸান জানাবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। গত মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরে নজিরবিহীন শীর্ষ বৈঠক করেন। ওই বৈঠকে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সম্মত হন দুই নেতা। তবে চলতি মাসের গোড়ার দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পিয়ংইয়ং সফর করার পর উত্তর কোরিয়া বলেছে, পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রশ্নে ওয়াশিংটন ‘গ্যাংস্টারের মতো’ আচরণ করছে। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ