Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগরে গভীর নিম্নচাপ তুমুল বৃষ্টি ওড়িশায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। সোমবার সকালেই সেই গভীর নিম্নচাপ ভারতের ওড়িশায় চাঁদবলির কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। তার জেরে ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হয়েছে ওড়িশায়। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসুম ভবন। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে । গত ২৪ ঘণ্টায় পুরী জেলায় ৫৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে পুরীর বহু এলাকা। পানি জমেছে ওড়িশার আরো অনেক জেলায়। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের জেরে পার্শ্ববর্তী রাজ্য ছত্তিশগড়েও ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরের উপকূল এলাকায় আগামী ১২ ঘণ্টায় ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইবে। পরের ১২ ঘণ্টা ঝড়ের গতিবেগ কমে হবে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ ফের নিম্নচাপে পরিণত হবে। পরে তা পশ্চিম-উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ