বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীর বরেণ্য আলেমেদ্বীন শায়খুল হাদিস হাফেজ মোস্তাফিজুর রহমান গতকাল নোয়াখালীর বেগমগঞ্জে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শায়খুল হাদিস হাফেজ মোস্তাফিজুর রহমান-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সেক্রেটারী আলহাজ আব্দুল আউয়াল মজুমদার, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
আজ সোমবার এক শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, শায়খুল হাদিস হাফেজ মোস্তাফিজুর রহমান ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন মুহাক্কিক ও প্রথিতযশা আলেমেদ্বীন। দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে অন্যতম বুজুর্গ আলেম। মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন।
গতরাত সাড়ে ১১টায় চৌহমুনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালীর সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং আম জনতার উপস্থিতিতে শায়েখ রহমতুল্লাহি আলাইহি-এর বড় ছাহেবজাদার ইমামতিতে জানাযা নামাযের মাধ্যমে মরহুমকে চিরবিদায় দেয়া হয়। জানাজায় অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমির হযরত পীর সাহেব চরমোনাই প্রেরিত প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা শফিউল্লাহ, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফী,া নোয়াখালী জেলা উত্তর সভাপতি হাফেজ মাওলানা নজির আহমদ, নোয়াখালী জেলার দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মাহমুদুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।