Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মৃত্যুবার্ষিকীতে অভিনেতা আনোয়ার হোসেনকে নেটিজেনদের শ্রদ্ধাভরে স্মরণ

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৫ পিএম

আজ বাংলা সিনেমার মুকুটহীন নবাব আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তী অভিনেতা। মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশের চলচ্চিত্রপ্রেমী সকল মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে নেটিজেনরা।

দীর্ঘ ৫২ বছরের অভিনয় ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন। এর মধ্যে খান আতাউর রহমানের ‘নবাব সিরাজউদ্দোলা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে মুকুটহীন নবাবের উপাধী পেয়েছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশে বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভুষিত হন তিনি।

জনপ্রিয় অভিনেতা অমিত হাসান ফেইসবুকে লিখেছেন, ‘নবাব সিরাজউদ্দৌলা/ আমাদের আনোয়ার হোসেন/ আমাদের আনু ভাই/ আমাদের সবার গুরু। না ফেরার দেশে ওনার ৮ বছর। গুরু আপনাকে মনে পড়ে। কত স্মৃতি আপনার সঙ্গে। সবাই উনার জন্য দোয়া করবেন।’

আনোয়ার হোসেনের জন্য দোয়া চেয়ে গোলাম সরোয়ার লিখেছেন, ‘আনোয়ার হোসেন(১৯৩১-২০১৩) আমাদের চলচ্চিত্রের এক অবিস্মরণীয় নাম। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার,বাচসাস পুরস্কারসহ পেয়েছেন অনেকগুলো পুরস্কার পেয়েছেন। অভিনীত ছবির সংখ্যা প্রায় ছয়শো। আজ আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

শ্রদ্ধা জানিয়ে তার ছবি পোস্ট করে ক্যাপশনে আসনাফ সুমন লিখেছেন, ‘মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা... এই প্রজন্মের যারা আনোয়ার হোসেনকে লীড রোলে দেখেননি, তারা 'কে তুমি' সিনেমাটি দেখতে পারেন। সিরিয়াল কিলার কনসেপ্ট। ওল্ড ইজ গোল্ড।’

কাওসার আহমেদ লিখেছেন, ‘আজ বাংলা চলচ্চিত্রের নবাবখ্যাত দরাজ কণ্ঠের অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধাভরে স্মরণ করছি চলচ্চিত্রের এই মুকুটহীন সম্রাটকে।’

শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের পেইজে লিখেছেন, ‘আনোয়ার হোসেন বাংলা চলচ্চিত্রের এক মুকুটহীন - সিংহাসনহীন 'সম্রাট'। সাদাকালো থেকে রঙিন সেলুলয়েডে বিবর্তনেও তিনি ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। বিভিন্ন ঐতিহাসিক চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে আনোয়ার হোসেনকে বাংলা চলচ্চিত্রের দর্শক আজীবন মনে রাখবেন! ৮ম মৃত্যুবার্ষিকী অভিনেতা আনোয়ার হোসেন এর প্রতি শ্রদ্ধা ও প্রার্থনা কামনা .. ’

নাঈমুল ইসলাম লিখেছেন, ‘আনোয়ার হোসেন বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা অভিনেতা। মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুবার্ষিকী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ