Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্যার কারণে প্রথম দিনেই স্কুলে যেতে পারেনি পাঁচ হাজার শিক্ষার্থী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:১২ পিএম

গতকাল রোববার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও রাজবাড়ির ২৪টি প্রাইমারি স্কুলের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ক্লাসে ফিরতে পারেনি। রাজবাড়ীর নিম্নাঞ্চলের ২৪টি প্রাইমারি স্কুল বন্যার পানিতে প্লাবিত হওয়ায় সেগুলোতে পাঠদান সম্ভব হয়নি। তাই করোনাভাইরাস মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশের সব স্কুল-কলেজের খুললেও প্রথম দিনেই ক্লাসে যেতে পারেনি রাজবাড়ীর প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী বলেন, "রাজবাড়ী জেলা সদরসহ ৫টি উপজেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি থাকায় এসব প্রতিষ্ঠানে আমরা ক্লাস শুরু করতে পারিনি। পানি না নামা পর্যন্ত এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।"
তিনি আরও বলেন, "আশা করছি দুই-এক দিনের মধ্যে পানি নেমে যাবে। ইতোমধ্যে বেশ কিছু স্কুলের পানি নেমেও গেছে, তবে মাঠ কর্দমাক্ত রয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে এসব প্রতিষ্ঠানে ক্লাস কর্যক্রম শুরু করা যাবে।"



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থী

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ