Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রায় ১৪ কোটি টাকার রাজস্ব পরিশোধ করেছে বিটিসিএল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

 রাষ্ট্রায়াত্ত্ব সরকারি সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানী লি: (বিটিসিএল) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ উৎসে আয়কর কর্তনপূর্বক ১৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকা পরিশোধ করেছে।

গতকাল রোববার বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের অফিস কক্ষে বিটিআরসি ও বিটিসিএল এর উধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত চেক হস্তান্তর করা হয়। সরকারের অডিট অধিদপ্তর বিটিআরসি’র ২০১৬-১৭ হতে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত সময়ের রাজস্ব আদায়ের ইস্যু ভিত্তিক নিরীক্ষার সুপারিশ মোতাবেক বিটিসিএলের নিকট ২০২০ সালের জুন পর্যন্ত সময়ের আইজিডব্লিউ অপারেটর হিসেবে রেভিনিউ শেয়ারিং বাবদ অনাদায়ী ৫২৯ কোটি ৪০ লাখ টাকা বকেয়া রয়েছে বলে আপত্তি জানায়। আপত্তির প্রেক্ষিতে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ বকেয়া আদায়ের অংশ হিসেবে এ অর্থ পরিশোধ করা হয়েছে।

অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিন, বিটিআরসি’র অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক মো: মেসবাহুজ্জামান, বিটিআরসি সচিব মো: জহিরুল ইসলাম, বিটিসিএল এর মহাব্যবস্থাপক (মার্কেটিং এন্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ এবং মো: মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিটিসিএল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ