Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযুক্ত আসামি ১৬ দিনেও গ্রেফতার হয়নি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

কুষ্টিয়ার খোকসায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হলেও ১৬ দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত আসামি। মামলার বাদীর অভিযোগ পুলিশ আসামির কাছ থেকে টাকা খেয়ে আসামি ধরছে না।
জানা যায়, উপজেলার খোকসা ইউনিয়নের হেলালপুর গ্রামের এক কৃষকের ষষ্ঠ শ্রেণি পড়–য়া ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গত ২৭ আগস্ট প্রতিবেশী মো. শাহীন আলমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হয়। কিন্তু মামলার ১৬ দিন পরও অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। মামলার বাদী ছাত্রীর মা জানান, প্রতিবেশী আব্দুল মজিদের ছেলে শাহীন আলম গত ২৭ আগস্ট আমার ষষ্ঠ শ্রেণি পড়–য়া মেয়েকে যৌনপীড়ন করে। এ ব্যাপারে খোকসা থানায় উপস্থিত হয়ে মামালা দায়ের করি। মামলার বাদী আরো বলেন, মামলার ১৬ দিন পার হলেও আসামি পক্ষের কাছ থেকে টাকা খেয়ে পুলিশ আসামি শাহীন আলমকে গ্রেফতার করছে না। আসামি শাহীন আলম গ্রফতার না হওয়ায় বিভিন্ন মাধ্যমে মামলা তুলে দেয়ার হুমকি দিচ্ছে শাহীনের আত্মীয় স্বজনরা। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মো. হামিদুল ইসলাম জানান, মামলা তুলে নিতে হুমকি ধামকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো. আশিকুর রহমান জানান, একাধিকবার আসামিকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। সন্ধান পেলে অবশ্যই আসামিকে গ্রেফতার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন নিপীড়ন

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ