মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানিতে এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে এক স্বঘোষিত ডাচ ‘ধর্মগুরু’র শাস্তি হয়েছে। তাঁকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন জার্মানির আদালত। রবার্ট বি. নামে ৫৯ বছর বয়সি স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ ছিল- তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১৩ বছর বয়স থেকে এক কিশোরীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন। নেদারল্যান্ডসের সীমান্তসংলগ্ন ক্লেভ শহরের আদালত গত বৃহস্পতিবার রবার্টকে পাঁচ বছরের কারাদন্ড দেন। নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহরে অভিযান চালিয়ে ২০২০ সালের অক্টোবরে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া বর্তমানে তরুণী ওই নিপীড়িতকে উদ্ধার করে জার্মান পুলিশ। এক উপাসনালয়ে পাওয়া যায় তাঁকে। সে অভিযানেই কথিত ‘ধর্মগুরু’ রবার্ট বি. গ্রেপ্তার হন। তার প্রচারিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস› ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সে উপাসনালয়ে ছিলেন। অনুসারীদের মধ্যে ১০ জন শিশুও ছিল। জানা গেছে, রবার্ট বি. কথিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস›-এর অনুসারীদের কাছে নিজেকে ‘নবি’ দাবি করতেন। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।