Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় সরকারি রাস্তা দখল করে ঘর নির্মানের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৬

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ৯:০৮ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি রাস্তা দখল করে ঘর নির্মানের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার কুমুরিয়া গ্রামের মানিক লাল গাঙ্গুলির বাড়ির সামনের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্হানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্হ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ ২৫০ সয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় চঞ্চল বিশ্বাস বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বাদী চঞ্চল বিশ্বাস তার অভিযোগে বলেন আজ রবিবার বেলা ১ টার দিকে কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া সাকিস্হ আসামীদের বসত বাড়ির সামনের রাস্তায় মানিক লাল গাঙ্গুলির হুকুমে মনোরঞ্জন গাঙ্গুলি, মনোতোষ গাঙ্গুলি, মানিক লাল গাঙ্গুলি, আশুতোষ গাঙ্গুলি, পরিতোষ গাঙ্গুলি, অশোক গাঙ্গুলি ও সঞ্জয় গাঙ্গুলিসহ আরো ২/৩ জনে দেশীয় অশ্রস্বশ্র নিয়ে হামলা চালিয়ে সমর বিশ্বাস (৪৫) মিঠুন বিশ্বাস (২৫) চিত্তরঞ্জন বিশ্বাস (৭৮) ও মন্টু লাল বিশ্বাস (৫৮) কে গুরতর আহত করে। এদের মধ্যে সমর বিশ্বাস ও মিঠুন বিশ্বাসকে কোটালীপাড়া স্বাস্হ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দিকে মানিক লাল গাঙ্গুলির পক্ষের মনোরঞ্জন গাঙ্গুলি ও পম্পা গাঙ্গুলি আহত হয়েছে তাদেরকে গোপালগঞ্জে ২৫০ সয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মানিকল গাঙ্গুলির পক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। বাদী তার অভিযোগের বাইরে সাংবাদিকদের আরো বলেন উল্লেখিত ব্যক্তিরা সরকারি রাস্তা দখল করে বেশ কয়েকটি ঘর নির্মান করে গ্রামের শত শত লোক এবং স্কুলের শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্দকতা সৃস্টি করেছেন। এঘটনায় আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটা অভিযোগ করেছে। আজ সেই অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন ভূমি তহশিলদার সরেজমিন পরিদর্শনে আসলে আমরা তাকে ঘটনাস্হল দেখাতে গেলে পুর্বপরিকল্পিত ভাবে দখলদাররা লোকজন নিয়ে আমাদের উপরে হামলা করে। ওই ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আজ আমি ঘটনাস্হল পরিদর্শনে যাই সেখান থেকে চলে আসার পরে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানতে পারি,তবে কোন পক্ষের কয়জন আহত হয়েছে সেটা বলতে পারিনা।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ