Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অবাক কান্ড ঘটালেন যুবক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

২১ বছরের তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এক ২৬ বছরের এক যুবক। কিন্তু ওই নারী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আর তাই প্রতিশোধ নিতে তরুণীর বাড়িতে ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে ‘সেক্স টয়’ পাঠাতে থাকে। শুধু তাই নয়, তরুণীর মোবাইল নম্বর পর্নো সাইটে আপলোড করেন। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। ঘটনার মাসখানেক পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম কুণাল অঙ্গলকার। পুলিশ জানিয়েছে, কুণাল অঙ্গলকার নামে যুবকটি ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া পায়নি। তাই মাসখানেক ধরেই ওই তরুণীর বাড়িতে ‘সেক্স টয়’ পাঠাচ্ছেন কুণাল। ই-কমার্স সাইট থেকে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে তরুণীর বাড়িতে সেগুলো পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওই তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে ‘সেক্স টয়’ আসা নিয়ে ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ের মালাড থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। ভারতীয় দন্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ। পরে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে স্থানান্তরিত করা হয় এই মামলা। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ