বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিএসএফের স্থাপনা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কড়া প্রতিবাদে স্থাপনার মালামাল সরিয়ে নেয় তারা।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্য লাইন থেকে মাত্র ২৫ গজ দূরে বিএসএফের চৌকি নির্মাণ করা হচ্ছিল। প্রতিবাদের পরও নির্মাণ কাজ বন্ধ রাখেনি বিএসএফ। পরে বিজিবির কড়া প্রতিবাদে স্থাপনার সব মালামাল সরিয়ে নিতে বাধ্য হয় তারা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সকাল ৯টার দিকে বিএসএফ নির্মাণ কাজ শুরু করে। পরে কোম্পানি পর্যায়ে আলোচনার পর বিজিবিকে জানানো হয়, খেলার মাঠে পার্কিং স্থাপনা নির্মাণ করছেন স্থানীয়রা। পরে ব্যাটালিয়ন পর্যায়ে কড়া প্রতিক্রিয়া জানানোর পর তারা কাজ বন্ধ করে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলতে বাধ্য হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।