বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সকাল সড়ে নয়টা। উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইরট মাধ্যমিক বিদ্যালয়ে ফটক দিয়ে একজন, দুজন করে শিক্ষার্থী ঢুকছে। ফটকে দাঁড়িয়ে থাকা দায়িত্বরত ব্যক্তি তখন স্যানিটাইজার ও তাপমাত্রা মেপে মেপে শিক্ষার্থীদের ভেতরে ঢোকাচ্ছিলেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল, আজ সপ্তম ও দশম শ্রেণির ক্লাস রাখা হয়েছে।
সকাল দশটায় ক্লাস থাকলেও নয়টার মধ্যে অনেক শিক্ষার্থী এসেছেন। তাঁরা বলেন, স্কুলে আসতে পেরে অনেক খুশি। গতকাল থেকেই তাঁরা প্রস্তুত হয়ে ছিল। ক্লাসে ঢুকতে পেরে অনেক ভালো লাগছে।
সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইরট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল (ভারপ্রাপ্ত) বলেন,স্বাস্থ্যবিধি মানার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছেন। তাপমাত্রা মেপে মেপে শিক্ষার্থীদের ভেতরে ঢোকানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।