Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনে বিশ্বে করোনায় ৭ হাজারের বেশি মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪২ এএম | আপডেট : ৯:৫১ এএম, ১২ সেপ্টেম্বর, ২০২১

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৮৪ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ৪৯ হাজার। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ২২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৮৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৩২ জন। একদিনের ব্যবধানে মৃত্যু কমেছে ১ হাজার ৫২০ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২০ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯০ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে করোনার পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে করোনা আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬৬৮ জন। মারা গেছে ৬ লাখ ৭৭ হাজার ৭৩৭ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ