গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে যাত্রাবাড়ীতে ও গত শুক্রবার দিবাগত রাতে বাড্ডায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন-আনোয়ার হোসেন (৫৪) ও মো. ফয়সাল (২৮)। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ভোরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে নেয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার এসআই মনির হোসেন বলেন, গতকাল ভোরে রাজধানীর ডেমরার বাসা থেকে আনোয়ার হোসেন মোটরসাইকেল চালিয়ে ধানমন্ডিতে যাচ্ছিলেন। পথে হানিফ ফ্লাইওভারের নিচে কাজলা এলাকায় পৌঁছালে একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। এতে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে, তা কেউ জানাতে পারেননি। অপর দিকে বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ফয়সাল ও অপরজন বাড্ডা জেনারেল হাসপাতালের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়। আহত হন রাস্তা পার হতে যাওয়া অপর ব্যক্তি হরিচরণ। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ফয়সাল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চরকাঁকড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।