Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেটের ভেতরে ১৮০০ ইয়াবা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১:৪৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেটের ভেতর করে ইয়াবা পাচারের সময় মো. নুর হোসেন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুর হোসেন কক্সবাজারের টেকনাফ থানার জাদিমোড়া এলাকার মৃত রশীদের ছেলে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, নুর হোসেন দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কেনা-বেঁচা ও সরবরাহ আসছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তোকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ