গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) উজ্জ্বলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব জানায়। এরপর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।