Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ৪ জঙ্গি আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১:০৭ পিএম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আলাদা অভিযান চালিয়ে চার জঙ্গিকে আটকের দাবি করেছে র‌্যাব। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে আজ সোমবার সকাল পর্যন্ত র‌্যাব-৫ এ বিশেষ অভিযান চালায়। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট ও ডায়েরি উদ্ধার করা হয়েছে। এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫ রাজশাহীর উপঅধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী ও বেলপুকুর থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালানো হয় চাঁপাইনবাবগঞ্জের সদর থানা এলাকাতেও। আলাদা এসব অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট ও ডায়েরিসহ ওই চার জঙ্গিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাদের র‌্যাব-৫ সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে অভিযানের বিস্তারিত জানানোর কথাও জানান ওই র‌্যাব কর্মকর্তা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ