বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রকৃতির বিচিত্র খেয়ালে আজ ভর দুপুরে খুলনায় যেন সন্ধ্যা নেমেছিল। মূষল ধারায় বৃষ্টির সাথে দমকা হাওয়া, মুহুর্মুহু বজ্রপাত। বজ্রনিনাদে তীব্র আলোর ঝলকানি আতংক ছড়িয়ে দেয় নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত।
দুপুর সাড়ে তিনটা নাগাদ রোদময় দিনটির হঠাৎ রুপ বদলে যেতে থাকে। অন্ধকার হয়ে আসা আকাশে থেমে থেমে বিদ্যুতের ললাভ রেখা উঁকি দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে বজ্রসহ মুষল ধারায় বৃষ্টি শুরু হয়। বিকাল সোয়া ৪ টা নাগাদ এ তান্ডব চলে। খুলনার বিভিন্ন উপজেলায় একই সময়ে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনায় আধা ঘন্টায় কমপক্ষে ৫০ থেকে ৬০ টি বজ্রপাত হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, এ মুহুর্তে বজ্রপাতের সঠিক হিসাব আমাদের হাতে না থাকলেও ধারণা করা হচ্ছে ৪০ থেকে ৫০ টি বজ্রপাত হয়েছে। তাৎক্ষণিক ভাবে বজ্রপাতে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। তিনি আরো বলেন, জলবায়ুগত পরিবর্তনের কারণে গত কয়েক বছর ধরে দেশে বজ্রপাতের হার অনেক বেড়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।