Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার, সাধারণ মানুষের মাঝে স্বস্তি!

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ২:৪৩ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলার পাটারিরহাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এমরান হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পাটারিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আব্দুল মতলবের ছেলে। পাটারিরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দীর্ঘদিন সে পলাতক ছিলেন। এছাড়াও সে গরু চুরি, মেঘনা নদীতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তার গ্রেপ্তারে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২২আগস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাটারিরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা কর্মী ও যুবলীগের সাবেক সভাপতি এমরান হোসেন মঞ্জুর লোকজনের সাথে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরের দিন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিব হোসেন লোটাস বাদি হয়ে কমলনগর থানায় একটি মামলা করেন। ওই মামলায় সে দীর্ঘ দিন পলাতক ছিলেন।

পাটারিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন লোটাস জানান, যুবলীগ নেতা মঞ্জু নিজের আধিপত্য রক্ষায় জামাত-বিএনপিসহ বিভিন্ন দলের লোকজন নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিলো। তার সকল অপকর্ম ছাত্রলীগ প্রতিহত করার চেষ্টা করে। এতে সে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা কর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। মঞ্জুসহ তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলাও রয়েছে। যুবলীগ নেতা হওয়ায় এ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে মামলায় মঞ্জু দীর্ঘ দিন পলাতক ছিলেন। গোপন সংবাদে পাটারিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোন অভিযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ