Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে ৩০ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠালো পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৯ পিএম

চীনের পর এবার আফগানিস্তানের তালেবান সরকারকে সহায়তায় অন্তত ৩০ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। মানবিক সাহায্যের অংশ হিসেবে এসব সামগ্রী জনস্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত মনসুর আহমদ খান। -ট্রিবিউন, আনাদুলু এজেন্সি, জিওটিভি

বৃহস্পতিবার কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে খাদ্য ও চিকিৎসা সামগ্রীবাহী পাকিস্তান বিমানবাহিনীর সি-১৩০ বিমানটি অবতরণ করে। বৃহস্পতিবার দুপুরে এক টুইট বার্তায় এ তথ্য জানান আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত মনসুর আহমদ খান। এর আগে তালেবান সরকারকে ২০০ মিলিয়ন ইউয়ান (৩১ মিলিয়ন মার্কিন ডলার) সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে চীন। জরুরি খাদ্য সরবরাহ ও করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ব্যবস্থাসহ অন্যান্য সহায়তায় অর্থায়ন করতে এই ঘোষণা দিয়েছে চীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান-পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ