Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে ৩ হাজার জনকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ এএম

গত মাসে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর দেশটি থেকে ৩ হাজার ৫০০ জনকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। সরিয়ে নেওয়াদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। বৃহস্পতিবার এ তথ্য জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্টক মরিসন। গত মাসের ১৪ আগস্টের মধ্যে যখন দেশটির রাজধানীতে ইসলামিস্ট বাহিনীরা ঢুকে পড়ে দখলে নেয়। সেই সময়ে অস্ট্রেলিয়া ৪ হাজার ১০০ জনকে ভিসা প্রদান করে। যাদের দ্বৈত নাগরিকত্ব ছিল তারা অন্য দেশে চলে গেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, কাবুল বিমানবন্দর থেকে এসব মানুষজনদের প্রথমে আরব আমিরাতে নেওয়া হয়েছে। সেখান থেকেই অস্ট্রেলিয়ায় নেওয়া হবে। এসব যাত্রীদের নিয়ে সবশেষ বিমানটি বুধবার আমিরাতে পৌঁছায়। আফগানিস্তান থেকে নেওয়া ৩ হাজার ৫০০ জনের মধ্যে ২ হাজার ৫০০ জনই নারী ও শিশু বলে জানিয়েছে মরিসন। অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্যভূক্ত দেশ হওয়ায় আফগানিস্তানে তারা সৈন্য পাঠিয়ে ইসলামিস্ট সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। ২০০১ সালে তালেবানকে উৎখাত করার পর দেশটিতে অস্ট্রেলিয়ার প্রায় ৩৯ হাজার সৈন্য মোতায়েন ছিল। যাদের মধ্যে ৪১ জন মারা গেছে। এবিসি নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ