মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্যামেরাম্যানকে বাঁচাতে গিয়ে রাশিয়ায় জরুরি সেবা বিষয়ক মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভ (৫৫) মারা গেছেন। সুমেরু অঞ্চলে বেসামরিক প্রতিরক্ষা মহড়া চলাকালে এ ঘটনা ঘটেছে। রাশিয়ার টেলিভিশন স¤প্রচারমাধ্যম আরটির প্রধান কর্মকর্তা মারাগারিটা সিমোনায়ান জানিয়েছেন, সুমেরু অঞ্চলের নোরিলিস্ক এলাকায় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও ক্যামেরাম্যান আলেক্সান্ডার মেলিনিক সাক্ষাৎকার নেওয়ার সময় পানিতে পড়ে যান। এসময় আলেক্সান্ডারকে উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়েন মন্ত্রী জিনিচেভ। তবে পানির নিচে থাকা একটি পাথরের সঙ্গে জিনিচেভের মাথায় আঘাত লাগে। সিমোনায়ান জানান, এ ঘটনায় জিনিচেভের মৃত্যু হয়। যাকে বাঁচানোর জন্য তিনি পানিতে ঝাপিয়ে পড়েছিলেন সেই আলেক্সান্ডারকেও বাঁচানো যায়নি। ২০১৮ সাল থেকে জরুরি সেবা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জিনিচেভ। আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।