Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে রাজৈরের কুমার নদের আগ্রাসী রূপ

মাদারীপুর থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫৫ পিএম

জেলার রাজৈর উপজেলার কুমার নদে হঠাৎ করেই ভাঙন দেখা দিয়েছে। শান্ত কুমার নদ হঠাৎ করেই আগ্রাসী রূপ ধারণ করেছে। দ্রুত পানি বৃদ্ধির ফলে ভেঙে গেছে টেকেরহাট-কালিবাড়ী-দিঘিরপাড় সড়কটির ১৫০ মিটার পাকা সড়ক। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি, ফসলি জমি। দ্রুত স্থায়ীভাবে বেড়িবাঁধের উদ্যোগ নেওয়া না হলে টেকেরহাট-কালিবাড়ী-দিঘিরপাড় সড়কটি নদে বিলীন হয়ে জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় এলাকাবাসী।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার রাজৈর উপজেলার কুমার নদে দেখা দিয়েছে ভাঙন। রাজৈরের গোয়ালবাথান এলাকার টেকেরহাট-কালিবাড়ি-দিঘিরপার সড়কের ১৫০ মিটার নদীতে ভেঙে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে রাজৈর উপজেলার হরিদাসদি, বিদ্যানন্দি, পূর্ব নাগরদিসহ পাঁচটি গ্রাম।

এলাকাবাসীর অভিযোগ ভাঙন রোধে প্রতিবছর আশ্বাস দিলেও মিলেনা স্থায়ী সমাধান। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে শুরু হয়েছে ডাম্পিং কার্যক্রম। এদিকে কুমার নদের তীব্র স্রোতে শঙ্করদিরপাড়, তাঁতিকান্দাসহ একাধিক এলাকায় অন্তত ২০টি বসতঘর নদে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে শত শত ঘরবাড়ী, হেক্টেরের পর হেক্টর ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি বলেন, হঠাৎ করেই কুমার নদ যেন আগ্রাসী হয়ে উঠেছে। সড়কের বেশ কিছু অংশ নদীতে চলে গেছে। তাছাড়া বাড়িঘর, ফসলি জমি বিলীন হয়ে গেছে।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা জানান, প্রাথমিক পর্যায়ে ৭ হাজার বালুর বস্তা ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আরো ফেলানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুর

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ