Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদীভাঙন রক্ষার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর তীরে বসতবাড়ি ও আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের কবল থেকে রক্ষায় দ্রুত সরকারি ব্যবস্থা গ্রহণ ও সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১টায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর পশ্চিমপাড়া গ্রামবাসীর আয়োজনে ধলেশ্বরী নদী তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবু মিয়া, মুক্তার আলী, সিরাজ আলী ও হেকমত চাঁন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, সারা বছর ধলেশ্বরী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলনের ফলে প্রতিবছরই বন্যাতে ভাঙন দেখা দেয়। চলতি বন্যায় গত ৭ দিনে ৫টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বক্তারা প্রশাসনের কাছে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও সরকারের কাছে ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নদীভাঙন

৬ সেপ্টেম্বর, ২০২১
৪ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ