পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কাফরুলে কামাল (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে দক্ষিণ কাফরুল ৪৫৪ নম্বর নির্মাণাধীন বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে লাশটি উদ্ধার করা হয়। কামাল ভোলা জেলার বাসিন্দা জালাল আহমেদের ছেলে। বর্তমানে তিনি ওই নির্মাণাধীন ভবনে থাকতনে এবং রড মিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
কাফরুল থানার এসআই মো. ইমদাদুল হক জানান, লাশ দেখে তিন-চারদিন আগে তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্ধগলিত লাশের দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আর জানান, ধারণা করা হচ্ছে, তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মর্গের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।