Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৭ নেতা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫১ পিএম

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিবিরহাট, শুলকবহর ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানিয়েছেন, একদিন আগে তারা নাশকতার পরিকল্পনা নিয়ে সংগঠিত হয়ে ঝটিকা মিছিল বের করেছিল। গ্রেফতার সাতজন হলেন- মিফতাহুল আলম (২৮), আব্দুল কাইয়ূম (৫৫), ইরফান ইউনুছ (২৮), মোহাম্মদ আলী (৪০), ইমরান আলী (৩৮), আবু বক্কর সিদ্দিক (৩২) এবং মো. দেলোয়ার (৩২)।
পুলিশ জানায়, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ঢাকায় দলের নেতাদের গ্রেফতারের প্রতিবাদে তারা মিছিল বের করেছিল। তবে পুলিশ দ্রুত মুভ করার কারণে তারা নাশকতার সুযোগ পায়নি।
এ ঘটনার পর পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদি হয়ে জামায়াত-শিবিরের ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। গ্রেফতার সাতজন ওই মামলার এজাহারভুক্ত আসামি বলে ওসি জাহিদুল কবীর জানিয়েছেন।



 

Show all comments
  • মুহাম্মদ হাফিজুর রহমান ৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৮ এএম says : 0
    তথাকথিত নাশকতার পরিকল্পনা এবং ষড়যন্ত্রের গল্প শুনতে শুনতে পার হয়ে গেছে ১৪টি বছর। মূলত জনগণকে তাদের স্বাধীন অধিকার হতে বঞ্চিত করার এই প্রক্রিয়া যুগে যুগে সব শক্তিমানদের দ্বারাই কার্যকর হয়েছে। এরপরও সব শক্তিমানদের এক সময় মেয়াদ শেষ হয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ