বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মো. ফজলুল হক (৬০) ও মোঃ বরাদুল ইসলাম (৪৫) নামে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট এলাকা থেকে এই দুইজনকে আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ।
এর আগে সকালে সাপ্তাহিক অপরাধচিত্রের সম্পাদক ও পত্রিকার ফটো সাংবাদিক পরিচয়ে মুক্ষাইট এলাকার বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার শিক্ষক শেখ আব্দুল হান্নানের কাছে চাঁদা দাবি করলে স্থানীয় জনতা আটক করে ফজলুল হক ও বারাদুলকে। পরবর্তী ৯৯৯ এ ফোন দিয়ে প্রতারকদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
আটক মো. ফজলুল হক খুলনার লবনচোরা থানার কৃষ্ণনগর এলাকার সামালি গাজীর ছেলে ও মো. বরাদুল ইসলাম বাগেরহাটের কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের দাড়া খানের ছেলে। মো. ফজলুল হক নিজেকে সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র পত্রিকার সম্পাদক এবং মোঃ বরাদুল ইসলাম একই পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে পরিচয় দেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে আমরা দুইজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।