Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সাতকানিয়া উপজেলা(চট্টগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ৩:২৩ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার পলাতক ২ আসামি গ্রেপ্তার করেছে। থানার এসআই সুব্রত দাশ ও এএসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৭ সেপ্টেম্বর রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের ছাদের পাড়া এলাকার মৃত আব্দুস সবুর এর ছেলে নাজিম উদ্দিন ও নলুয়া ইউনিয়ন এর মরফলা এলাকার মৃত আব্দুল ওয়াহেদের পুত্র মোহাম্মদ ইদ্রিস । এরমধ্যে নাজিম বান্দরবান সদর থানার মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামী।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, সাজাপ্রাপ্ত নাজিমুদ্দিন ও একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ইদ্রিসকে পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ