Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডুমুরিয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১:৫০ পিএম

খুলনার ডুমুরিয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ছালাম ফকির (২৯) ওরফে আমিন ছালামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের গজেন্দ্রপুর গ্রামের আঃ হাকিম ফকিরের ছেলে।


গোপন খবরের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে গজেন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, একই এলাকার দরিদ্র পরিবারের একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল সে। কিন্তু ওই মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ধর্ষক ছালাম আমিন। পরে ভুক্তভোগী মেয়েটির পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ