Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট বয়কট করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালো বিএনপি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৪ পিএম

সদ্য সমাপ্ত উপ-নির্বাচন বয়কট করায় সিলেট-৩ আসনের সর্বস্তরের জনতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীদার। এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই নির্বাচন বয়কট করে দলীয় নেতাকর্মী ও দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলাবাসী প্রমাণ করেছে এই ফ্যাসীবাদী সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে জনগণের নেই আস্থা। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের নগ্ন থাবায় বিধ্বস্ত গণতন্ত্রকে জীবিত রাখতে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি এই সরকারের অধীনে অংশ নিয়েছিল বিগত নির্বাচনে। কিন্তু সরকার ও তাদের পুতুল নির্বাচন কমিশন নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়ে সরকার দলের প্রার্থীদের বিজয়ী করতে কাজ করেছে। এর ফলে বিএনপি এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচনে অংশ না নেয়ার নিয়েছে সিদ্ধান্ত। এরই আলোকে সদ্য সমাপ্ত সিলেট-৩ আসনের উপ নির্বাচনেও বিএনপি অংশ গ্রহণ করেনি। এমনকি এই নির্বাচনে বিএনপির কোন পর্যায়ের দলীয় নেতাকর্মী কোন প্রার্থীর পক্ষে কাজ করেনি, ভোট কেন্দ্রেও যায়নি। বিএনপির দাবীর সাথে একাত্ম হয়ে সিলেট-৩ আসনের জনসাধারণও এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যার সচিত্র প্রতিবেদন স্থানীয় ও জাতীয় অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। জনগণ বিএনপির সিদ্ধান্তের প্রতি প্রদান করেছে তাদের অকুন্ঠ সমর্থন।

গত প্রশ্নবিদ্ধ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস পেয়েছিলেন ১ লাখ ৭০ হাজার ৫০৭ ভোট। এই উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিব পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। সরকারের হিসাবেই আওয়ামী লীগের ৮০ হাজার ৪৪৩ জন ভোটার প্রহসনের নির্বাচনে ভোট দিতে যায়নি। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন রয়েছেদেশ প্রেমিক জনতার। সিলেট-৩ আসনের ভোটারদের প্রতি রইলো কৃতজ্ঞতা। ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এই সমর্থন অব্যাহত রাখার জন্য দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর প্রতি আহবান জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপনির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ