গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ময়মনসিংহে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সার্কেল কার্যালয়ে দালাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাব-১৪। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন র্যাব-১৪’র কোম্পানি কমান্ডার মেজর আখের মুহাম্মদ জয়।
এ সময় আটক করা হয় দালাল চক্রের ১৫ সদস্যকে। আটককৃতরা হলেন- জাহাঙ্গীর, ভুট্টো মিয়া, সোহেল, কমল, রিজুয়ান, জুয়েল, ইয়াসিন, আখতারুজ্জামান রনি, শহীদুল ইসলাম, ফয়েজ, মোফাজ্জল হোসেন, বানু সেন, স্বপন মিয়া ও মো. শাহজাদা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।