বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিএনজিচালিত বাস-মিনিবাসে স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে আজ বুধবার থেকে রাজধানী ঢাকায় যৌথ অভিযান চালাবে সংস্থাটি।
জানা গেছে, এ বিষয়ে এরই মধ্যে পরিবহন মালিক সমিতিকে চিঠি দেওয়া হয়েছে। বাসে স্টিকার লাগানোর নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে কি-না সেটি মনিটর করবে বিআরটিএ।
গতকাল মঙ্গলবার বিকেলে বনানীর বিআরটিএ ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়।
ভাড়া বাড়ানোর পরও বাড়তি নেয়ার অভিযোগ
বৈঠকের বিষয়ে নুর মোহাম্মদ মজুমদার বলেন, নতুন ভাড়া ঠিক করে দেওয়ার পরেও কিছু কিছু বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে-এমন অভিযোগ আমরা পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে গতকাল পরিবহন মালিক সমিতির নেতাসহ অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে বসেছিলাম মজুমদার। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ, মালিক সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে আজ বুধবার থেকে যৌথ অভিযান শুরু হবে। একই সঙ্গে সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।