মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউজিল্যান্ডে সম্প্রতি হামলার ঘটনায় সন্ত্রাসী প্রতিরোধ আইন কঠোর করার ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) অকল্যান্ডের শপিংমলে এক ব্যক্তির ছুরি নিয়ে হামলার ঘটনার পর এই ঘোষণা দেন তিনি।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী আহমেদ আথিল মোহামেদ শামসুদ্দিন একজন শ্রীলঙ্কান নাগরিক এবং হামলার আগে থেকেই তিনি পুলিশি নজরদারিতে ছিলেন। এর আগে বেশ কয়েকবার আটকও হয়েছিলেন তিনি। তবে তখন তাকে কারাগারে পাঠানো যায়নি।
পুলিশের গুলিতে নিহত ওই হামলাকারীর বয়স ৩২ বছর, সে শরণার্থী হিসাবে ২০১১ সালে নিউজিল্যান্ডে প্রবেশ করে বলেও জানান তারা।
এবারের হামলার পর, সন্ত্রাসী প্রতিরোধে নতুন যে আইনটি করা হবে তা হামলার পরিকল্পনাকারীকে সহজেই দোষী প্রমাণ করবে বলে উল্লেখ করেন জেসিন্ডা। সূত্র- বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।