Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রী ও শিশুপুত্রকে হত্যা: ঘাতক স্বামী বেনাপোলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রী ও শিশুপুত্রকে হত্যা মামলার আসামি ঘাতক স্বামী অহিদুলকে বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ‘হোটেল বেনাপোল ইন্টারন্যাশনাল’ থেকে অহিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান এ তথ্য জানান।

উল্লেখ্য, গত সোমবার (৩০ অগাস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগের বাসা থেকে অহিদুলের দেড় বছরের ছেলে রিশাদ ও তার স্ত্রী ২৭ বছর বয়সী রোমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে অহিদুল পলাতক ছিলেন।

সেদিন লাশ উদ্ধারের পর ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, রোমা ও তার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করেছেন, যেটা অহিদুলের হাতের লেখা বলে সন্দেহ করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, ফ্রান্স প্রবাসী একজনের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে সে এই হত্যার ঘটনা ঘটিয়েছে।

ওসি মামুন বলেন, অহিদুল ঢাকা থেকে এসে বেনাপোলের একটি আবাসিক হোটেলে অবস্থান করছে গোপন খবরে অভিযান চালিয়ে তাকে সেখান থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে স্ত্রী সন্তান হত্যার অভিযোগে ঢাকা যাত্রাবাড়ী থানায় ৩০ অগাস্ট মামলা হয়।
গ্রেপ্তারের পর অহিদুল ইসলাম অসুস্থ বোধ করায় তাকে পুলিশের পাহারায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ