বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এগিয়ে রয়েছেন ফলাফলে। নৌকা প্রতীক নিয়ে ৮৯৭০৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪৬০৪ ভোট। হাবিবুর রহমান হাবিব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন ৬৫১০১ বেশি ভোটে। এজেন্টদের কাছে থেকে প্রাপ্ত তথ্য থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। এর আগে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ।
উল্লেখ্য- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।