Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র সিস্টেম পাঠিয়েছে রাশিয়া

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার টারটাস বন্দর এলাকায় নিজেদের নৌঘাঁটিতে একটি এস-৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম পাঠানোর কথা নিশ্চিত করেছে রাশিয়া। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ জানিয়েছেন, আকাশ পথে ঘাঁটিটির নিরাপত্তা নিশ্চিত করতে সিস্টেমটি সেখানে পাঠানো হয়েছে। পশ্চিমের সঙ্গে রাশিয়ার বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনাটি ঘটল। সিরিয়ার জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান আক্রমণ সমন্বিত করার চেষ্টা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা গত সোমবার স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে গত মাসে ওয়াশিংটন ও মস্কোর মধ্যস্থতায় শুরু হওয়া সপ্তাহব্যাপী একটি যুদ্ধবিরতি ভেঙে পড়ে।
এক সংবাদ সম্মেলনে জেনারেল কোনাশেনকোভ বলেন, স্মরণ করিয়ে দিচ্ছি, এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং এটি কারো জন্য কোনো হুমকি নয়।
এস-৩০০ মোতায়েনে আমাদের পশ্চিমা অংশীদারদের মধ্যে কেনো এত শঙ্কা দেখা দিয়েছে তা পরিষ্কার না। এটি এর আগে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন রুশ যুদ্ধজাহাজ মস্কোভায় স্থাপিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিস্টেমের মতো একই ধরনের বলে জানান তিনি।
এই প্রথম স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ এই ক্ষেপণাস্ত্র সিস্টেমটি নিজেদের সীমানার বাইরে মোতায়েন করলো রাশিয়া।
এর আগে, সিরিয়ার লাতাকিয়ার কাছে রুশ বিমান ঘাঁটিতে অপর একটি অত্যাধুনিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সিস্টেম এস-৪০০ মোতায়েন করা হয়েছিল। এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম অত্যন্ত গতিশীল একটি ব্যবস্থা। এর রাডার, লঞ্চার এবং কমান্ড সিস্টেম অনুসরণযোগ্য বেশ কয়েকটি গাড়িতে বহনযোগ্য। বহু চাকার লঞ্চারের ওপরও এই সিস্টেমটি স্থাপন করা যায়। এটি বিমান, ক্রুইজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের উদ্দেশ্যে বিশ্বে এ পর্যন্ত তৈরি করা এরিয়া ডিফেন্স সিস্টেমের মধ্যে অন্যতম মারাত্মক অস্ত্র। এর আগে, প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে সিরিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মস্কোর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে ওয়াশিংটন। তারা বলছে, দুর্ভাগ্যজনক যে সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে রাশিয়া যে অঙ্গীকার করেছিল, তা পালনে ব্যর্থ হয়েছে। সিরিয়ার শাসককে যেসব শর্ত মানাবে বলে রাশিয়া রাজি হয়েছিল, এ ব্যাপারে হয় তারা অনিচ্ছুক, নয় তো অসমর্থ।
অন্যদকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র তৈরির উপযোগী বাড়তি প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, গত সোমবার একটি ডিক্রি সই করে ২০১০ সালের এ চুক্তি স্থগিত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। যাতে বলা হয়, যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন করছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার কারণে চুক্তিটি স্থগিত করা হয়েছে। চুক্তিতে উভয় দেশ পরমাণু অস্ত্র তৈরির উপকরণ ধ্বংসের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। ওয়াশিংটনের সিদ্ধান্তকে দুঃখজনক বলেছে রাশিয়া। বিবিসি, রয়টার্স।



 

Show all comments
  • পাবেল ৬ অক্টোবর, ২০১৬, ১০:২৫ এএম says : 3
    কোথায় যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবে, তা না করে ক্ষেপণাস্ত্র সিস্টেম পাঠাচ্ছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় ক্ষেপণাস্ত্র সিস্টেম পাঠিয়েছে রাশিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ