Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকা সংরক্ষণে অতি নিম্ন তাপমাত্রার ২৬ ফ্রিজার দেশে এসেছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫০ পিএম

করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের জন্য অতি নিম্ন তাপমাত্রার ২৬টি ফ্রিজার দেশে এসে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, দেশে এসে পৌঁছেছে ২৬টি অতি নিম্ন তাপমাত্রার ফ্রিজার। ইউনিসেফের সহায়তায় কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে দেওয়া এই ফ্রিজারগুলোতে প্রায় ৯০ লাখ কোভিড—১৯ টিকা সংরক্ষণ করা যাবে।
কোভিড—১৯ মোকাবেলার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে, দেশের প্রতিটি প্রান্তে সামনের সারির কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের কাছে টিকা পৌঁছে দিতে এই অবদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিগগিরই এ ফ্রিজারগুলো রাজধানীর মহাখালীর ইপিআই (সম্প্রসারিত টিকাদান) ভবনে স্থাপন করা হবে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ