বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১১টার সময় শহরের মাটিডালি-বানানী ২য় বাইপাসের একটি খাবার হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন দুদু মিয়ার ছেলে আব্দুল করিম মন্ডল (২৬), মৃত নুর হোসেনের ছেলে আনজু (৩৫), মহির উদ্দিনের ছেলে মোস্তাক মিয়া ওরফে মোর্চ্চা (৪৯), পরশুরাম চন্দ্রের ছেলে কার্তিক (২৪) ও নকুল চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (২২)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ২টি তাজা কার্তুজ (১টি লাল ও ১টি কালো), একটি চাইনিজ চাপাতি (যার দৈর্ঘ্য ১২.৫ ইঞ্চি), ১টি বার্মিজ চাকু (যার দৈর্ঘ্য ১০ ইঞ্চি), একটি গ্রিল কাটার মেশিন (হেভী কাতানী), মানুষকে বেঁধে রাখার ৩০ হাত রশি, ১টি স্কচটেপ, ১টি মানকি টুপি উদ্ধার করা হয় ৷ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। পরিকল্পনা মাফিক তারা বিভিন্ন জেলায় অপরাধ সংগঠিত করে আসছিল। তারা মূলত বিভিন্ন বড় বড় দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, জুয়েলারি শপ সহ রাতে গরুর ট্রাকগুলোতে ডাকাতি করতো ৷ বগুড়ায় তারা মূলত বড়রকম কোন অপরাধ সংগঠিত করার জন্য সংগঠিত হয়েছিল। তবে খবর পেয়ে দ্রুত সময়ে সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়৷ তবে ওই সময় অজ্ঞাত আরও ৫/৭ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলা আছে। তাদের আদালতে প্রেরণ করে অধিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।