Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় বছর পর শীর্ষে রুট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

ভারতের বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন জো রুট। তার পুরস্কারও হাতেনাতে পেলেন ইংল্যান্ড অধিনায়ক। ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান উদ্ধার করেছেন রুট। আইসিসির সদ্য হালনাগাদ করা টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে ছয় বছর পর সিংহাসনে বসেছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।
ভারতের বিপক্ষে সিরিজের শেষ তিন টেস্টেই সেঞ্চুরি করেছেন রুট। নটিংহ্যাম, লর্ডস ও লিডসে সেঞ্চুরি করে ১২৬.৭৫ গড়ে ৫০৭ রান নিয়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে তিনি। এই সিরিজে রান বন্যা বইয়ে দিয়ে র‌্যাঙ্কিংয়ের সিংহাসন দখল করলেন রুট। র‌্যাঙ্কিংয়ে তালিকার পাঁচে থেকে এই সিরিজ শুরু করেছিলেন তিনি।
ইংলিশদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জনি বেয়ারস্টোর। পাঁচ ধাপ এগিয়ে ২৪তম স্থানে বসেছেন তিনি। ডেভিড মালান উঠে এসেছেন ৮৮তম স্থানে। লিডস টেস্ট জিতে ভারতের বিপক্ষে সমতায় ফিরেছে ইংল্যান্ড।
ভারতের মধ্যে দারুণ অর্জন হয়েছে রোহিত শর্মার। অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গেছেন তিনি। ভারত অধিনায়ককে এক ধাপ নিচে নামিয়ে পঞ্চম স্থানে বসেছেন রোহিত। হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ১৯ ও দ্বিতীয় ইনিংসে ৫৯ রান করেন তিনি।
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে চেতেশ্বর পুজারারও। সিরিজের তৃতীয় টেস্ট বাঁচাতে নেমে দ্বিতীয় ইনিংসে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। তিন ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন পুজারা।
তৃতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংলিশ পেসারদের। অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এক ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা পাঁচে। ম্যাচ সেরা হওয়া ওলি রবিনসন ও ক্রেইগ ওভারটনও এগিয়েছেন। রবিনসন ৯ ধাপ এগিয়ে বসেছেন ৩৬তম স্থানে। ওভারটন পুনরায় দখল করেছেন ৭৩তম স্থান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুট

২৮ আগস্ট, ২০২২
২৬ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ