Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কাতলের দাম ২০ হাজার

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল এক কাতল মাছ। মাছটির ওজন ১৪ কেজি। মাছটি ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, মানিকগঞ্জ জেলার হরিরামপুর এলাকার জেলে সালাম হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি নদী থেকে নৌকায় করে ছয় নম্বর ফেরি ঘাটের নিয়ে আসলে বিশালাকৃতির মাছটি দেখতে উৎসক জনতা ভিড় জমায়।

বুধবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৬ শত টাকায় কিনে নিয়ে। পরে মাছটি ১৪৫০ টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকায় মোকছেদপুরের এক ব্যাবসায়ী নিকট বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ দৈনিক ইনকিলাবকে জানান, নদীতে পানি বাড়ার সময় বড় মাছ একটু কম ধরা পড়ে। তবে এখন প্রায় সময় বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এসব মাছ জেলেরা দৌলতদিয়া ঘাটসহ বিভিন্নস্থানে বিক্রি করে থাকেন। তবে দৌলতদিয়া ঘাট এলাকার মাছের আড়তদার বা ব্যবসায়ীরাই এসব মাছ বেশি কিনে। পরে তারা দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করে সামান্য লাভে বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছে মাছগুলো বিক্রি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ