Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে বাস ডাকাতিতে বাধা দেয়ায় চালককে ছুরিকাঘাতে হত্যা

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫১ পিএম | আপডেট : ৭:০৮ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২১

রংপুরের পীরগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে মুনছুর আলী (৫০) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। এসময় বাসের সুপারভাইজার ও হেলপারকেও মারধর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বিটিসি চম্পাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাসচালকের ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ডাকাত দলের সদস্যরা ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে যাত্রী সেজে ওঠে রাত ৪টার দিকে পীরগঞ্জের ধাপের হাট এলাকায় পৌঁছালে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ও মালামাল লুট করতে গেলে বাসের চালক তাদের বাধা দেন। এক পর্যায়ে ডাকাতরা তাকে মারপিট ও ছুরিকাঘাত করে। এ সময় বাসের হেলপার ও সুপার ভাইজার এগিয়ে এলে তাদেরও মারপিট করে।

পরে ডাকাতরা বিটিসি চম্পাগঞ্জ এলাকায় নেমে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় বাস চালক, হেলপার ও সুপার ভাইজারকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক বাস চালক মনছুর আলীকে মৃত ঘোষণা করেন।



 

Show all comments
  • Mushfiq Saad ১ সেপ্টেম্বর, ২০২১, ৮:১৩ পিএম says : 0
    শহীদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি

১৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ