Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

নওগাঁয় অস্ত্র ও ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ২:১২ পিএম

নওগাঁয় অস্ত্র ও ফেন্সিডিলসহ আব্দুল আফফার (৪৬) নামে এক কুখ্যাত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টায় জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাঁ-পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের জহির সোনারের ছেলে। বুধবার বেলা ১১টায় শহরের ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এতথ্য জানান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি কে.এম সামসুদ্দিনের নেতৃত্বে এসআই মিজানুরসহ সঙ্গীয় ফোর্সসহ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি লোহার তৈরী বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ৫৩ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ২লাখ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশ সুপার আরো বলেন, সে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে অস্ত্র ও মাদক ব্যবসা করত। গ্রেফতারের পর তার বিরুদ্ধে বদলগাছী থানায় চোরাচালান ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও জেলা বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৪টি মামলা আছে। যার মধ্যে চোরাচালান ১২টি, অস্ত্র মামলা ১টি ও মাদক আইনে ১টি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ