Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্ত সুরক্ষিত, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত : বাজওয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আশ্বস্ত করেছেন, দেশের সীমান্ত সুরক্ষিত এবং তার বাহিনী প্রতিবেশী আফগানিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতির মধ্যে ‘যেকোন’ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে (জিএইচকিউ) কাশ্মীরসহ অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তা সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যদের ব্রিফিংয়ের সময় জেনারেল বাজওয়া এ অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন। জেনারেল বাজওয়ার বরাতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমাঞ্চল সীমান্ত ব্যবস্থাপনায় সময়োপযোগী পদক্ষেপের কারণে চ্যালেঞ্জ সত্তে¡ও পাকিস্তানের সীমান্ত নিরাপদ এবং যেকোন পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তান দখলের পর ও প্রতিবেশী দেশে খোরাসান প্রদেশে ইসলামিক স্টেট এর (আইএসকেপি) সন্ত্রাসী হামলার পর এটি সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে সংসদ সদস্যদের কাছে প্রথম নিরাপত্তা ব্রিফিং ছিলো। এর আগে মার্কিন সেনা প্রত্যাহার করার দুই সপ্তাহ আগে ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এর ফলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে আরব আমিরাতে পালিয়ে যান। এদিকে গত রবিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাওর জেলায় আফগান সীমান্তের পাকিস্তানি এক সামরিক চেকপোস্টে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, হামলায় পোস্টে দায়িত্বরত দুই সৈন্য নিহত হন। অপরদিকে পাকিস্তানি সৈন্যদের পাল্টা হামলায় তিন বন্দুকধারী নিহত হয়েছে। তবে পাকিস্তানি সীমান্ত চেকপোস্টের সঙ্গে হামলায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ