Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের আসরেই বরকে কষিয়ে চড় দিলেন কনে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বিয়ের মন্ত্র পড়তে পড়তেই হঠাৎ পুরোহিতকে কষিয়ে চড় মারলেন কনে। এরপর মেরে বসলেন সদ্য বিয়ে করা বরকেও। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উঠেছে হাসির রোল। আবার অনেকেই জানতে চাচ্ছেন, কী কারণে কনে এমন কাজ করে বসলেন? বিয়ে বাড়ি মানেই হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমাহার। বিয়ে বাড়িতে নানা ধরনের ঘটনা ঘটে। বলা ভালো, বিয়ে বাড়িতে কিছু একটা না ঘটলে তা সেই বিয়েবাড়ি যেন অসম্পূর্ণ থেকে যায়। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় বহুল ব্যবহারে বেশ কিছু ঘটনা সামনে চলে যায়। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লেহেঙ্গা-চোলি, গয়নায় সেজে বসে আছেন কনে। পাশেই শেরওয়ানি আর পাগড়িতে বর। আশপাশে বর এবং কনের বাড়ির অনেক আত্মীয় মজে আছেন হাসি ঠাট্টায়। এমন সময়ই ঘটে বসে আজব ঘটনা। বাড়ি ভর্তি আত্মীয়ের সামনে পুরোহিত এবং বরকে পর পর চড় কষিয়ে দিলেন কনে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নীলাঞ্জন মহাপাত্র নামে এক ব্যক্তি। তারপরেই সেটি ঝরের গতিতে ভাইরাল হয়ে যায়। কী এমন ঘটেছিল যার জন্য বিয়ের মÐপে কনেকে থাপ্পড় মারতে হলো? ভিডিওতে আরও দেখা যায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীন তামাকজাতীয় কিছু নেশার দ্রব্য মুখে চিবোচ্ছেন বর। প্রথম থেকেই তা পছন্দ হয়নি কনের। বিয়ের আসরে চুপ ছিলেন। কিন্তু বিয়ের সময়েও বর তামাক খাওয়ায় ক্ষেপে ওঠেন। পুরোহিতকে থামতে বলে প্রথমে তাকে এবং পরে বরকেই থাপ্পড় মেরে দেন। এরপরেই অবশ্য বর মুখ থেকে ফেলে দেন সেই তামাক। তারপরে আদৌ বিয়ে হয়েছে কিনা, তা আর জানা যায়নি, তবে এ গোটা ঘটনা ঘটেছে তামার চিবনোর জন্য তা ছবি এবং তদের কথোপকথনেই স্পষ্ট। নিউজ এইট্টিন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ