Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকারের জন্য পাকিস্তানের প্রচেষ্টাকে সমর্থন করতে হবে: ফাওয়াদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ৭:৪২ পিএম

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী সোমবার বলেছেন, পাকিস্তান আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে কাজ করছে।

টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের জন্য পাকিস্তানের প্রচেষ্টাকে সমর্থন করতে হবে।’ তিনি বলেন, আফগানিস্তানে সরকার গঠন আফগান জনগণের দায়িত্ব কিন্তু আঞ্চলিক শক্তিগুলোকেও দেশকে স্থিতিশীল করতে হবে। তিনি আরও বলেন, ‘পাকিস্তান ও তুরস্ক এই ইস্যুতে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আফগানিস্তানের ক্ষেত্রে উভয় দেশই শান্তিতে অংশীদার।’

ফাওয়াদ সতর্ক করে বলেন যে, যদি বিশ্ব আফগানিস্তানকে ত্যাগ করার একই ভুল পুনরাবৃত্তি করে, তাহলে এটি পাকিস্তানের সীমান্তে চরমপন্থী সংগঠনগুলোর একটি কেন্দ্র তৈরি করবে, যা ‘আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক’ হবে। তিনি বলেন, ‘যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ত্যাগ করেছিল, তখন আমাদের পিছনে থাকা সমস্যাগুলো মোকাবেলা করতে হয়েছিল এবং এখন যখন মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে বেরিয়ে যাচ্ছে তখন আমরা আবারও একই সমস্যায় পড়তে যাচ্ছি।’

আফগানিস্তান স্থিতিশীলতা অর্জন না করলে লাখ লাখ আফগান পাকিস্তানের দিকে যেতে শুরু করবে। এই কথা জানিয়ে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘পাকিস্তান ইতিমধ্যেই ৩৫ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং আমাদের অর্থনীতি বেশি শরণার্থীর বোঝা বহন করতে পারে না।‘ এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে শরণার্থী সংকট নেই। তিনি বলেন, ‘পাকিস্তান কাবুল থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নিয়েছে। পিআইএ (পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স) ২ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।’

পাকিস্তানের সীমান্তে পরিস্থিতি এখন পর্যন্ত ‘স্বাভাবিক’ রয়েছে উল্লেখ করে ফাওয়াদ চৌধুরী বলেন, কিন্তু যদি আফগানিস্তানে অস্থিতিশীলতা অব্যাহত থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারের শরণার্থীদের মোকাবিলার জন্য একটি ব্যাপক পরিকল্পনা থাকবে। তিনি বলেন, আমরা চাই না আফগান অভিবাসীরা পাকিস্তানে আসুক কিন্তু আমরা তাদের জন্য সীমান্তে ব্যবস্থা করব। সূত্র: ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান-পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ