Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরে ৮বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোর গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ৮:৫৫ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারহান(১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ফারহানকে আসামি করে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন। পরে ঐ কিশোরকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়।


অভিযুক্ত কিশোর উপজেলারভেচকি গ্রামের দেলয়ারের ছেলে।

শিশুটির বাবা যানায়, আমি ও আমার স্ত্রী মেয়েকে বাড়িতে রেখে শ্রীনগর কারিতাসের অফিসের ঋণ আনতে যাই। সন্ধ্যায় বাড়িতে এসে শুনি আমার মেয়ে ধর্ষণ হয়েছে। আমার ভাইয়ের স্ত্রী ও মেয়ে আমাকে জানায় আমার মেয়ে ও তার চার বছর বয়সের চাচাতো ভাই ঘরে বসে টিভি দেখছিল। এমন সময় আমাদের পাশের বাড়ির আবুল খালাসির নাতি ঘরে আসে। ঘর ফাঁকা পেয়ে আমার মেয়েকে পাশের রুমে ডেকে নিয়ে যায়। সেখানে দরজা আটকে আমার মেয়ের জামা কাপড় খুলে তাকে ধর্ষণ করে। আমার মেয়ে চিৎকার দিলে আমার ভাই দৌড়ে ঘরের সামনে গিয়ে দরজায় ধাক্কা মারে। তখন আমার মেয়ে তার চাচা কে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমার ভাই আমার মেয়েকে জামা কাপড় পড়ানোর ফাঁকে ফারহান ঘর থেকে পালিয়ে যায়। আমি যানার পর ৯৯৯ ফোন করে পুলিশকে জানিয়ে আমার মেয়েকে নিয়ে মেডিকেলে চলে যাই। রাতে পুলিশ ফারহানকে গ্রেফতার করে নিয়ে যায়।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন, আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

Show all comments
  • Nirob ২৯ আগস্ট, ২০২১, ৯:৩৬ পিএম says : 0
    Very sad
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ