Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে আন্ত:জেলার ডাকাত সদস্য ইদ্রিছ গ্রেফতার

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ৫:০৪ পিএম

আন্ত:জেলার ডাকাত সদস্য ইদ্রিছ আলী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ আগস্ট) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার দরিয়া শাহ'র মাজার সংলগ্ন ফেরিঘাট থেকে তাকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। সে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের চলিতারভাগ গ্রামের রোয়াব আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানে সাথে ছিলেন, ছাতক থানার এএসআই মিজানুর রহমান ও সুমন চন্দ্র গোপ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ছাতকসহ সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ মোট এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক হাবিবুর রহমান পিপিএম জানান, গ্রেফতারকৃত ইদ্রিছ আলী একজন আন্ত:জেলার ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ছাতক থানায় দু'টি অস্ত্র ও দু'টি ডাকাতিসহ ৪টি মামলার গ্রেফতারী পরওয়ানা রয়েছে। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে রয়েছে অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৪টি মামলা। রোববার দুুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ