বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সংকেত অমান্য করে পুলিশ সদস্যকে 'পিষে মারা' মাইক্রোবাসের চালকের সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ । নগরীর শাহ আমানতের মাজার গেট থেকে শনিবার রাতে কোতোয়ালী থানা পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। গ্রেফতার মো. রুবেল (২৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. বাহাদুর। পুলিশ জানিয়েছে, পুলিশ সদস্যের মৃত্যু ঘটানোর পর যুবক শাহ আমানতের মাজারে এসে আত্মগোপন করেছিল। গত ৫ আগস্ট সকালে মহাসড়কের দোহাজারি হাইওয়ে থানার সামনে একটি মাইক্রোবাস দুই কনস্টেবলকে চাপা দিয়ে যায়। করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ কার্যকরে মহাসড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্টে দায়িত্বরত ছিলেন তারা। কক্সবাজার থেকে শহর অভিমুখী মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দেওয়ার পর সেটি না থামিয়ে দুই কনস্টেবলকে চাপা দেয়। এতে এক কনস্টেবল ঘটনাস্থলে মারা যান। আরেকজন আহত হন। এরপর পুলিশ সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করে। তবে চালক-সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় স্থানীয় সাতকানিয়া থানায় মাইক্রোবাসের চালক, সহকারী ও মালিককে আসামি করে মামলা করেন হাইওয়ে পুলিশের এসআই ফারুক উদ্দিন।
এ ঘটনায় সহকারী রুবেলসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।