Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

দুই লক্ষ টাকা জরিমানা আদায়

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ৮:৩৬ পিএম

শনিবার ২৮ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক নির্দেশনায় কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক র‌্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২) সিপিসি-১ এর সহযোগে যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, মনিহারী দোকান ও খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযান পরিচালনাকালে পণ্যের মোড়ক, ইত্যাদি ব্যবহার না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য উৎপাদন এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা যথাক্রমে ৩৭, ৪২, ৪৩ এবং ৪৫ ধারা এর লঙ্ঘনজনিত অপরাধে ০৪ (চার) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কোম্পানী কমান্ডার সিপিসি-১ (র‌্যাব-১২) মহোদয়সহ সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসন কুষ্টিয়া সদর, জেলা বাজার কর্মকর্তা, সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর এবং জেলা চেম্বার অব্ কমার্স এর সহায়তায় উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ