Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু আলোচনা ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে অনুষ্ঠিত প্রথম মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের পরমাণু প্রকল্পের বিষয়ে কূটনীতিক উপায়েই সমাধানের বিষয়ে তিনি জোর দিচ্ছেন। তবে তা ব্যর্থ হলে সমাধানের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে এটিই মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক। এর আগে বৃহস্পতিবার দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার কারণে তা স্থগিত করা হয়েছিলো। শুক্রবার বৈঠকের পর জো বাইডেন হোয়াইট হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন বলেন, বেনেতের সাথে তিনি ইরানের হুমকি ও ইরানকে পরমাণু অস্ত্র অর্জন না করায় যুক্তরাষ্ট্রের প্রতিজ্ঞার বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমরা কূটনীতিকে সামনে রাখাছি এবং আমরা দেখবো এটি আমাদের কোথায় নিয়ে যায়। যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে আমরা প্রস্তুত আছি। এর উত্তরে সংবাদ সম্মেলনে বেনেত বলেন, আমি আনন্দিত আপনার স্পষ্ট বক্তব্যে যে ইরান কখনোই পরমাণু অস্ত্র লাভ করতে পারবে না এবং আপনি জোর দিচ্ছেন কূটনীতিক পন্থার ওপর কিন্তু যদি তাতে কাজ না হয় তবে বিকল্প ব্যবস্থা নেবেন। ইসরাইলে সরকার গঠনের দুই বছরের অচলাবস্থার পর চলতি বছর জুনে দেশটির দীর্ঘকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিপরীতে পার্লামেন্টের সব বিরোধী দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রস্তাব দেয়। মিডল ইস্ট আই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরমাণু আলোচনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ